পুজোর মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে হকারদের জন্যে বিশেষ ভাতা ঘোষণা অন্যদিকে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আরও কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুমে আরও এক খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ নয়, বরং রাজ্য সরকার সরাসরি তাদের নিয়োগ করবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি কিছু সুবিধাও দেওয়া হবে এই কর্মীদের। শুক্রবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, "বাংলা তথ্যপ্রযুক্তি পরিষেবার জন্য বিখ্যাত।
মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, 'মহিলা কর্মীদের ক্ষেত্রে প্রাপ্য মাতৃত্ব-কালীন ছুটির পাশাপাশি ওই সকল কর্মীরা বছরে ৩০টি সাধারণ ছুটি এবং ১০টি মেডিক্যাল ছুটি পাবেন। ৬০ বছর বয়স পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ নিশ্চিত থাকবে এবং টার্মিনাল বেনিফিট হিসেবে ৬০ বছর শেষে তাঁরা ৩ লক্ষ টাকা পাবেন। একইসঙ্গে, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন তাঁদের সমস্ত মেডিক্যাল খরচখরচা বহন করবে রাজ্য সরকার।'
এর পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড-১৯ বা করোনা ভলেন্টিয়ার দের কি হবে?
উত্তরমুছুনআমাদের কে একটু দয়া করুন।
উত্তরমুছুন